এসএ গেমসে এক দিনে বাংলাদেশের দুই ম্যাচ

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান গেমসে (এসএ) ক্রিকেট ইভেন্টে ৪ ডিসেম্বর (বুধবার ) মাঠে নামবে বাংলাদেশে অনূর্ধ্ব-২৩ দল এবং বাংলাদেশ নারী দল। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকারদের জন্য প্রথম ম্যাচ হলেও সালমা খাতুন, জাহানারা আলমরা বুধবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।
প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাইফ হাসান, নাঈম শেখদের ম্যাচটি। এসএ গেমসে যাওয়ার আগে এই দলটি নিয়ে ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপ খেলেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে ফাইনাল খেলে শান্তর দল। ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিততে না পারলেও এসএ গেমসে স্বর্ণ জয়ের প্রত্যয়ে নেপাল গিয়েছেন শান্ত-সৌম্যরা।
এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে সালমার দল। নেপালের পোখারায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। মেয়েদের ক্রিকেটের ইভেন্টে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছেন সানজিদা ইসলাম, নাহিদা আক্তাররা। শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছেন তাঁরা। এবার তাদের সামনে দ্বিতীয় বাধা নেপাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন, জাকির হাসান, ইয়াসির আলী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মানিক খান, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা ও হাসান মাহমুদ।
বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজ তুল কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।