বাহারি রঙে সাজবে মিরপুরের গ্যালারি

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির চেহারা বদলে দেয়ার চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শিগগিরিই মিরপুরের গ্যালারিতে বাঁহারি রং দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের ভারত সফর চলাকালীন নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের গ্যালারিতে বিভিন্ন রঙের চেয়ার দেখে মুগ্ধ হন বিসিবি সভাপতি। তিনি জানান, দূর থেকে দেখে মনে হয় চেয়ারে রং করা হয়েছে অথবা রং-ই এমন।

চেয়ারের উপর বিভিন্ন রঙের কভার ব্যবহার করে ভারতের এই স্টেডিয়ামের গ্যালারিতে বৈচিত্র্য আনা হয়েছে। মিরপুরেও এমন কিছু করার পরিকল্পনা করছেন বিসিবি সভাপতি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মিরপুরে এসেছিলেন পাপন। সে সময় স্টেডিয়ামকে বাহারি রঙে রাঙানোর পরিকল্পনার জানান তিনি। বিসিবি সভাপতি বলেছেন, ‘বিভিন্ন রঙের চেয়ার আমি ভারতের নাগপুরে দেখেছি। কিন্তু সেখানকার চেয়ারের অবস্থা তেমন একটা ভালো মনে হলো না। ওরা যেটা করে একটা কুশন দেয় এবং উপরে একটা কভার পরায়। একটা হলুদ, একটা সবুজ, এমন। ম্যাচ শেষে আবার সব কাভার খুলে নিয়ে যায়। দেখতে খুব সুন্দর লাগে।’
‘ভারতে একটা দেখার পর আমার মাথায় এটা এসেছে। আমরা এটা করি না কেন? আমরাও কভার বসাই না কেন? কভার বসাই দিয়ে আমরা এটাকে বাহারি রঙিন করতে পারি। আমরা অলরেডি চিন্তা করছি দেখি সামনে করা যায় কিনা।’ যোগ করেন পাপন।
বিপিএলকে সামনে রেখে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে বিসিবি। বাংলাদেশের স্থানীয় কোম্পানি আরএফএল থেকে নতুন চেয়ারের ব্যবস্থা করেছে তারা। পরবর্তীতে বিভিন্ন রঙে গ্যালারি সাজানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।