কিংবদন্তি ফ্লেমিংয়ের পাশে টেলর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রান করার কীর্তি গড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলর। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে করা অপরাজিত ১০৫ রানের ইনিংস দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ৩৫ বছর বয়সী টেলর।
তাঁর আগে নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন স্টিভেন ফ্লেমিং। টেলরের চেয়ে ২০ ইনিংস বেশি খেলে ৭ হাজারি ক্লাবে নাম লেখান নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ৭ হাজার রান করতে ১৬৯ ইনিংস লেগেছে টেলরের। ফ্লেমিংকে খেলতে হয়েছে ১৮৯ ইনিংস।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫১তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান পূর্ণ করেছেন টেলর। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৯৬টি টেস্টে ৭ হাজার ২২ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে ১৯টি সেঞ্চুরি এবং ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। এ ছাড়া ২২৮টি ওয়ানডেতে ৮ হাজার ৩৭৬ রানের মালিক তিনি।
টেস্টে দ্রুততম সময়ের মধ্যে ৭ হাজার রানের ক্লাবে পা রাখার রেকর্ডটি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের। মাত্র ১২৬ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান তিনি। একই সঙ্গে ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ডকে টপকে যান স্মিথ। ৭ হাজারি ক্লাবে পা রাখতে ১৩১ ইনিংস খেলেন তিনি।
তালিকার তিন নম্বরে আছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ১৩৪ ইনিংসে ৭ হাজার রান পূর্ণ করেন তিনি। এরপর যথাক্রমে আছেন শচিন টেন্ডুলকার (১৩৬), গ্যারি সোবার্স (১৩৮), কুমার সাঙ্গাকারা (১৩৮) এবং বিরাট কোহলি (১৩৮)।