বিপিএল খেলতে বিগ ব্যাশকে রাসেলের না!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী রয়্যালসের সঙ্গে চুক্তি করেছেন আন্দ্রে রাসেল। তবে একই সময় অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ থাকায় ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সেই শঙ্কা অবশ্য কেটে গেছে। বিগ ব্যাশকে না করে দিয়েছেন রাসেল। অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল। ১৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিগ ব্যাশ লিগ। একই সময় দুটি টুর্নামেন্ট হওয়ায় ক্রিকেটারদের নিয়ে টানাটানি পড়াটা স্বাভাবিকই।

বিগ ব্যাশের গত আসরে মেলবোর্ন রেনেগেডসের শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা ছিল রাসেলের। এবারও এই ক্যারিবিয়ান বিধ্বংসী অলরাউন্ডারকে ধরে রাখার জন্য মরিয়া ছিল ফ্র্যাঞ্চাইজিটি।
দলটির সঙ্গে চুক্তি করার কথাও ছিল রাসেলের। কিন্তু শেষ মুহূর্তে পারিশ্রমিক নিয়ে রাসেলের সঙ্গে সমঝোতা করতে পারেনি রেনেগেডস। তাই বিগ ব্যাশকে না করে দিয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
রাসেলকে না পেয়ে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে চুক্তি করার চেষ্টায় রয়েছে রেনেগেডস। কিন্তু নবিও বিপিএলের দল রংপুর রেঞ্জার্সের সঙ্গে চুক্তি করে ফেলেছেন। তাঁকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে রংপুর।
এবারের বিগ ব্যাশে দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার ডেল স্টেইন এবং এবি ডি ভিলিয়ার্সকে মাঠে দেখা যাবে। মেলবোর্ন স্টার্সের সঙ্গে স্টেইন এবং ব্রিসবেন হিটের সঙ্গে ভিলিয়ার্স চুক্তি করেছেন।