promotional_ad

গেইলকে টপকে গেলেন রুট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ২২৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এই ইনিংস খেলার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেইলকে টপকে গেছেন তিনি। 


রুটের আগে নিউজিল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি ছিল গেইলের। ২০০৮ সালে নেপিয়ারে ১৯৭ রানের ইনিংস খেলেন তৎকালীন ক্যারিবিয়ান অধিনায়ক। 



promotional_ad

গেইলকে ছাড়ানোর পাশাপাশি প্রথম অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি পাওয়ার রেকর্ডটিও নিজের করে নেন রুট। ২২৬ রান করার পথে নিজের টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলেন ইংল্যান্ডের অধিনায়ক। 


এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২৫৪ রানের ইনিংস খেলার পথে ৪০৫ বল খেলেছিলেন তিনি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ৪৪১ বল ক্রিজে ছিলেন রুট।   


হ্যামিল্টন টেস্টে মাঠে নামার আগে ৯ ম্যাচে মাত্র ৫৩৩ রান করেন জো রুট। ব্যাট হাতে ফর্মহীনতা যথেষ্ট ভোগাচ্ছিল তাঁকে। সেই পরিস্থিতি থেকেই এবার নিজের সামর্থ্যের জানান দিলেন ইংল্যান্ড অধিনায়ক। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball