সব বোর্ডের কাছে ক্রিকেটার চেয়েছে বিসিবি
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||
২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী উদযাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই উদযাপনের সঙ্গী হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। আগামী বছরের মার্চে মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যে দুটি ম্যাচে এশিয়া অল স্টার্স ও বিশ্ব একাদশের হয়ে খেলবেন বিশ্বের নামিদামি ক্রিকেটাররা। এই ম্যাচের দল গড়তে ইতোমধ্যে তোরজোর শুরু করে দিয়েছে বিসিবি।
এশিয়া অল স্টার্স ও বিশ্ব একাদশের দল গড়ার জন্য বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেটার চেয়েছে বিসিবি। পছন্দের ক্রিকেটারদের তালিকা করে সংশ্লিষ্ট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘দল দুটি কেমন হবে, সেটা নিয়ে কাজ শুরু করেছি আমরা। বিভিন্ন দেশের বোর্ডের কাছে ক্রিকেটার চেয়েছি আমরা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ ম্যাচ দুটিতে আমরা কোন কোন ক্রিকেটারদের পেতে আগ্রহী, সেটার একটি তালিকা আমরা সংশ্লিষ্ট বোর্ডকে দিয়েছি। তাদের উত্তরের পর বোঝা যাবে দল কেমন হবে।’
চাইলেই যে ক্রিকেটার মিলে যাবে, তেমন নয়। কারণ ওই সময় আন্তর্জাতিক সিরিজও থাকতে পারে অন্য দেশগুলোর। এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে বিসিবিকে। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা তালিকা পাঠানো মানেই ক্রিকেটার পেয়ে যাওয়া নয়। কারণ ওই সময় অন্য দেশগুলোর সিরিজ থাকতে পারে। যেমন অস্ট্রেলিয়ার সিরিজ থাকবে সে সময়। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। এসব ব্যাপারও মাথায় রাখতে হবে।’
বাংলাদেশ থেকে কজন ক্রিকেটার এশিয়া একাদশের হয়ে খেলবেন, এ ব্যাপারে পরিস্কার করে কিছু বলেননি নিজামউদ্দিন চৌধুরী। তবে সিনিয়রদের মধ্য থেকে কয়েকজনকে একাদশে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর মতো ক্রিকেটারদের খেলানোর পরিকল্পনা আছে আমাদের। সাকিব থাকলে সেও খেলতো।’
বাংলাদেশ-ভারত দিবা-রাত্রি টেস্ট চলাকালীন জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে ভারতের ক্রিকেটারদের অংশ নেয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের অন্যতম সফল এই অধিনায়ক নিজেও এ সময় বাংলাদেশ আসার কথা জানিয়েছেন।
ভারতের চারজন ক্রিকেটার ম্যাচ দুটিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে আগেই বিসিসিআইয়ের সঙ্গে মিটিং করেছে বিসিবি। সেই মিটিংয়েই ভারতীয় ক্রিকেটারদের অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটি।