বয়স লুকিয়ে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বয়স লুকানোর অভিযোগে প্রিন্স রাম নিওয়াজ যাদব নামের দিল্লির এক ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২০২১-২২ মৌসুমের আগে মাঠে ফিরতে পারবেন না এই ক্রিকেটার।
দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মৌসুমের নিবন্ধিত ক্রিকেটার ছিলেন যাদব। যাদবকে নিষিদ্ধ করার পর ডিডিসিএকে চিঠি পাঠিয়েছে বিসিসিআই।

সেখানে তারা লিখেছে, ‘সম্প্রতি এই ক্রিকেটার যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েছে, তাতে তার জন্ম তারিখ দেয়া ছিল ১২ ডিসেম্বর, ২০০১।’
‘বিসিসিআই তার সেকেন্ডারি এডুকেশনের রেকর্ড ঘেটে জানতে পেরেছে, প্রিন্স যাদব ২০১২ সালে দশম শ্রেণি পাশ করেছেন এবং তার প্রকৃত জন্ম ১০ জুন, ১৯৯৬ সালে।’
দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি যাদবকে। তাঁকে ছাড়াই শনিবার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এবারের যুব বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপটিতে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা, জাপান ও নিউজিল্য়ান্ড।
যুব বিশ্বকাপের গত আসরে পৃথ্বী শর নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। নিউজিল্য়ান্ডের মাটিতে সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে ভারত।