রেকর্ডের পাতা ওলট-পালট করে দিলেন নেপালের অঞ্জলি
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের অঞ্জলি চান্দ। কোনো রান না দিয়েই হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়েছেন এই স্পিনার। নেপালের পোখারাতে দক্ষিণ এশিয়ান গেমস মেয়েদের ক্রিকেট ইভেন্টের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি।
অভিষিক্ত অঞ্জলির রেকর্ড গড়া টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৬ রানে অলআউট হয়েছে মালদ্বীপের মেয়েরা। জবাবে ১১৫ বল হাতে রেখে দশ উইকেটে ম্যাচ জিতেছে নেপাল। এই ম্যাচই ছিল মালদ্বীপের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
মালদ্বীপের নয় জন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি। কেবল ওপেনার হামজা নিয়াজ ৯ এবং হাফসা আবদুল্লাহ ৪ রান করেন।

২৪ বছর বয়সী অঞ্জলি যে ছয়জনকে আউট করেছেন, তাদের সবাই শূন্য রানে ফিরেছেন। এরমাঝে হ্যাটট্রিকের করার সময় তিনজনকে গোল্ডেন ডাকের মাধ্যমে ফিরিয়েছেন অঞ্জলি। নারী ও পুরুষদের ক্রিকেটে যেকোনো ফরম্যাট মিলিয়ে এটি একটি বিরল রেকর্ড।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সেরা বোলিং ফিগার ছিল মালয়েশিয়ার ম্যাস এলিসার। চলতি বছরের জানুয়ারিতে চীনের বিপক্ষে এই লেগ স্পিনার ছয় উইকেট নেন মাত্র তিন রান খরচায়।
রান খরচ না করে সবচেয়ে বেশি উইকেট নেয়ার আগের রেকর্ডটি ছিল তাঞ্জানিয়ার বোলার নাসরা সাইদির নামে। চলতি বছরের জুনে মালির বিপক্ষে তিনি পাঁচ উইকেট নেন শূন্য রানে।
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ফিগার ভারতের দীপক চাহারের। কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে মাত্র সাত রান খরচায় ছয় উইকেট নেন চাহার।
মাত্র পাঁচ বলে নেপাল ছাড়িয়ে গিয়েছে মালদ্বীপের দেয়া লক্ষ্য। টি-টোয়েন্টিতে এতো অল্প বলে রান টপকে জিতে যাওয়ার ঘটনাও এই প্রথম।