promotional_ad

দীর্ঘমেয়াদে নিষিদ্ধ হতে যাচ্ছেন কাজী অনিক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হয়ে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তরুণ বাঁহাতি পেসার কাজী অনিক। এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। এমনটাই জানিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।


জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হন ২০ বছর বয়সী এই পেসার। এর ফলে শেষ রাউন্ডে ঢাকা মেট্রো দল থেকে বাদ দেয়া হয়েছিল তাঁকে।



promotional_ad

একই কারণে বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফট থেকেও নাম বাদ পড়ে তাঁর। যদিও সে সময় বিসিবি জানায় টেকনিক্যাল কারণে অনিকের নাম ছিল না ড্রাফটে। কিন্তু কদিন পরই বিষয়টি খোলাসা হয়ে যায়।


বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, কাজী অনিক বিসিবির কাঠামোর বাইরে থাকবেন। এর ফলে কোনো প্রতিযোগীতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই পেসার।


নান্নু বলেছেন, ‘আমরা জেনেছি সে ডোপ টেস্টে পজেটিভ। মেডিকেল বিভাগ আমাদেরকে এ বিষয়ে রিপোর্ট দেবে। সে আমাদের বিভিন্ন প্রোগ্রামের অংশ কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে কাঠামোর বাইরে রাখব মেডিকেল টিমের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসার আগ পর্যন্ত।’



বিসিবির ডোপ বিরোধী আইনের ১০.৩.২ ধারার ২.৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ক্রিকেটার এমন অপরাধ প্রথমবারের মতো করলে সর্বোচ্চ দুই বছর অথবা সর্বনিম্ন ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন। বিসিবির আইন অনুযায়ী অন্তত এক বছরের জন্য নিষিদ্ধ হতে চলেছেন অনিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball