promotional_ad

নেপালের উদ্দেশে দেশ ছাড়লেন সালমারা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পর্দা উঠবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল আসরের টিকিট পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে মাঠে নামার আগে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে খেলবে সালমা-জাহানারারা।


এ কারণে শুক্রবার দুপুরে নেপালের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এসএ গেমসের ১৩তম এই আসরে আট বছর পর অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। এবারই প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল।



promotional_ad

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় টুর্নামেন্টে নারী দলকে নেতৃত্ব দিবেন সালমা খাতুন। পহেলা ডিসেম্বর থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া এসএ গেমসের প্রস্তুতি সারতে মিরপুরের অ্যাকাডেমি মাঠে নিয়মিত অনুশীলন করেন নারী দলের সদস্যরা।

কয়েকদিন আগে অধিনায়ক সালমা বলেন, `অবশ্যই বিশ্বকাপের আগে ম্যাচগুলো আমাদের অনেক কাজে দিবে। এরপরেও যদি আমরা ম্যাচ পাই বা বিশ্বকাপের আগে যে সব ম্যাচ খেলব, অনুশীলন যত করব তত বেশী আমরা উন্নতি করব। বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলব আমাদের জন্য ভালো হবে।'

এসএ গেমসের আগে মেয়েরা বাড়তি মনোযোগ দিয়েছে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের ভুলগুলো শুধরানোর জন্য অনুশীলনে ঘাম ঝরিয়েছে নারী দলের সদস্যরা।


সালমা আরও বলেন, 'বাছাইপর্বে যে সব ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করেছি। উন্নতি করার চেষ্টা করেছি। তবে এখনও কিছু কিছু ভুল আছে সেগুলো নিয়ে কাজ করছি। যেমন ফিল্ডিং-ব্যাটিং এগুলো নিয়ে কাজ করছি। বোলিংয়ের ওপরেও কাজ করছি। এসব নিয়ে উন্নতির কাজ চলছে। ফিটনেস নিয়েও বাড়তি কাজ করছি।'



টুর্নামেন্টে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের সঙ্গী হিসেবে আছে পাকিস্তান এবং মালদ্বীপ। দুই ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সালমাবাহিনী। এরপর ৫ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে নারীরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball