পুরোদমে ক্রিকেট ফিরুক পাকিস্তানেঃ মুডি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। দেশটিতে পুরোদমে ক্রিকেট ফিরুক, এমনটা চাওয়া অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডির।
গত সেপ্টেম্বরে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে শ্রীলঙ্কা। ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে আবারো পাকিস্তানে যাচ্ছে লঙ্কানরা। ধীরে ধীরে ক্রিকেট ফিরছে পাকিস্তানে। তবে মুডির চাওয়া, ক্রিকেটের সংস্কৃতিতে সমৃদ্ধ পাকিস্তানে আরও আন্তর্জাতিক বাকি দলগুলো সফর করুক।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের হয়ে কোচের দায়িত্ব পালন করে থাকেন মুডি। দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা প্রত্যক্ষ করেছেন সাবেক এই অজি ব্যাটসম্যান।
মুডি বলেন, 'আমরা সবাই চাই পাকিস্তানে ক্রিকেট খেলা হোক। কারণ আমার দৃষ্টিতে এই খেলার সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে পাকিস্তানে। ক্রিকেটের প্রতি পাকিস্তানের মানুষের আগ্রহ আমি অনুভব করি।'
'দুঃখের বিষয় তারা ঘরের মাঠে ভালো মানের আন্তর্জাতিক দলগুলোর বিপক্ষে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমি আশা করছি এটা শিগগিরই পরিবর্তন হবে। কিন্তু এটা অনেক মানুষের উপর নির্ভর করছে। খুবই কঠিন কাজ এটা বাস্তবায়ন করা এবং পরিচালনা করা।' যোগ করেন তিনি।
২০২০ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পাকিস্তানে দুই টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ ছাড়া দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।