promotional_ad

পাকিস্তানেই খেলতে হবে বাংলাদেশকে!

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ ঘরের মাঠেই আয়োজন করবে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যেখানে টেস্ট সিরিজটি পাকিস্তানে খেলা নিয়ে কিছুটা সন্দিহান বাংলাদেশ দল। কিন্তু পুরো সিরিজ ঘরের মাঠেই আয়োজন করতে অনড় অবস্থানে পাকিস্তান।


ইতোমধ্যে বিসিবিকে সিরিজের পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান, বিষয়টি জানান পিসিবির এক মুখপাত্র। তবে এখনো ম্যাচের ভেন্যু এবং দিন ঠিক করা হয়নি। 



promotional_ad

পিসিবির মুখপাত্র বলেন 'দেশের বাইরে আর কোনো হোম সিরিজ খেলতে চাইনা। বাংলাদেশ দলের পাকিস্তান সফরের পরিকল্পনা বিসিবিকে পাঠানো হয়েছে। ভেন্যু ও ম্যাচের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সিরিজের একাংশ (টি-টোয়েন্টি) পাকিস্তানে আর বাকি অংশ (টেস্টে) অন্য দেশে আয়োজন করা সম্ভব নয়।'


চলতি বছর বাংলাদেশ নারী জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৬ দলকে আতিথ্য দিয়েছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা। রাওয়ালপিন্ডিতে খেলেছে অনূর্ধ্ব-১৬ দল।


সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছে শ্রীলঙ্কা দলও। সেখানে তারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। টেস্টে সিরিজ খেলতে ডিসেম্বরে আবারো পাকিস্তান যাচ্ছে লঙ্কানরা।


সবগুলো সিরিজই নিরাপদে আয়োজন করেছে পাকিস্তান। যে কারণে সফর নিয়ে কোনো সংশয় রাখতে মানা করেছেন পিসিবির মুখপাত্র, 'এই বিষয় নিয়ে ভাবার আর কোনো অবকাশ নেই। কারণ আমরা ইতিমধ্যে বাংলাদেশের দুটি দলকে আতিথ্য দিয়েছি। আশা করি তাদের এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়।'



২০২০ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। যদিও আসন্ন এই সিরিজ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball