রাজনীতিতে মুরালিধরন!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কার উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার।
সম্প্রতি তিনজন নতুন গভর্নরের নাম ঘোষণা করেছেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। যেখানে একজন হলেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

ব্যক্তিগত জীবনে অত্যন্ত স্বচ্ছ চরিত্রের অধিকারী ছিলেন মুরালিধরন। রাজনীতিতে অংশ নেয়ার ইচ্ছা ছিল না তাঁর। তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অনুরোধ ফিরিয়ে দিতে পারেননি তিনি।
খেলোয়াড়ী জীবনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন মুরালিধরন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেটের মালিক এই অফ স্পিনার। ৩৫০ ওয়ানডে খেলা এই স্পিনারের নামের পাশে রয়েছে ৫৩৪ উইকেট। এবার নতুন ভূমিকায় দেখা যাবে লঙ্কান সাবেক এই ক্রিকেটারকে।
এর আগে অর্জুনা রানাতুঙ্গা থেকে শুরু করে অরবিন্দ ডি-সিলভা কিংবা সনাথ জয়াসুরিয়া- এমন অনেক বিখ্যাত শ্রীলঙ্কান ক্রিকেটার রাজনীতিতে নাম লিখিয়েছেন। এবার নাম লেখালেন ৪৭ বছর বয়সী মুরালিধরন।