বিসিবি পরিচালক মাহবুবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনামের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মূলত তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্যই এই নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সকল বন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

মাহবুব আনামের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য এবং স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে অবৈধ অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের কাছে তথ্য রয়েছে মাহবুব সপরিবারে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই তাঁর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিসে বলা হয়, 'বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কাযক্রম পরিচালনার স্বার্থে মাহবুব-উল আনামের বিদেশ গমন রহিত করা আবশ্যক।'
এর আগে ২৫ সেপ্টেম্বর মাহবুব আনামকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিস দেয় দুদক। দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে।