promotional_ad

দেশীয় কোচদের ভবিষ্যৎ তৈরির চ্যালেঞ্জে সালাহউদ্দিন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় এবং ষষ্ঠ আসরে মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবুও বঙ্গবন্ধু বিপিএলে দেশীয় কোচদের দায়িত্ব দিতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও শেষ পর্যন্ত যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের দায়িত্ব পেয়েছেন স্বনামধন্য কোচ সালাহউদ্দিন। ঢাকার হয়ে ভালো কিছু করে দেশীয় কোচদের ভবিষ্যৎ তৈরি করতে চান তিনি।


বঙ্গবন্ধু বিপিএলে দলগুলোর কোচের দায়িত্বে থাকবেন বিদেশিরা, বিপিএল শুরুর আগেই এমন সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশীয় কোচদের সামর্থ্যে আস্থা নেই বিধায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিবি কর্তারা।


যদিও বিপিএলের আসন্ন আসরে একমাত্র দেশীয় কোচ হিসেবে আছেন সালাহউদ্দিন। এ ছাড়া বিদেশি কোচ না পেলে সিলেট থান্ডারের দায়িত্ব পালন করবেন দেশের অন্যতম স্বনামধন্য কোচ সারওয়ার ইমরান।


promotional_ad

স্থানীয় কোচেরদের সামর্থ্য আরও একবার দেখানোর চ্যালেঞ্জ কাঁধে নিয়েছেন সালাহউদ্দিন। তাঁর বিশ্বাস, এবারের বিপিএলে দলের জন্য ভালো কিছু করতে পারলেই ভবিষ্যতে দেশের বাকি কোচেদের দিকেও সুনজর দেবে বিসিবি।


তাঁর ভাষায়, 'যদি বলেন স্থানীয় কোচ তাহলে বলব আমার দায়িত্ব একটু বেড়ে গেছে। কারণ অন্যান্য সব দলে বিদেশি কোচ রয়েছে। এখানে যেহেতু আমি একাই স্থানীয় কোচ, তাই আমার ওপর কিছুটা বাড়তি দায়িত্ব বর্তায়। কারণ আমি ভালো করলে আমাদের অন্যান্য স্থানীয় কোচদের ভবিষ্যতে সুযোগ আসবে। এই কারণে আমি মনে করি আমার ভালো করা খুব বেশি জরুরি।'


বৃহস্পতিবার ঢাকা প্লাটুনের ক্রিকেটার তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বিসিবির একাডেমী মাঠে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন সালাহউদ্দিন। তামিমকে দেখা গেছে দেশসেরা এই কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করতে। যদিও মাশরাফি কোনো অনুশীলন করেননি।


এদিন ঢাকা প্লা??ুনের হয়ে নয়, ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে এসেছেন তামিম। এসময় দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতেও শোনা গেছে মাশরাফি, তামিম এবং সালাহউদ্দিনকে।


এবারের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সে ওটিস গিবসন, রংপুর রেঞ্জার্সে গ্রান্ট ফ্লাওয়ার, রাজশাহী রয়্যালসে ওয়াইস শাহ, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে পল নিক্সন ও খুলনা টাইগার্সে জেমস ফোস্টার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। বিদেশি কোচের ভিড়ে নিজের প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সালাহউদ্দিন।


'টুর্নামেন্টে সাতটা দল খেলবে। এখানে কেউ যদি চিন্তা করে যে, আমি চ্যাম্পিয়ন হব না তাহলে আমি বলব এটা তার বোকামি। সাতটা দলের সবাই এক লক্ষ্যে মাঠে নামবে। কেউই শুধু অংশ নিতে খেলবে না। চ্যালেঞ্জ বলতে প্রতিটা টুর্নামেন্টেই থাকে। আপনি যেখানেই কাজ করেন না কেন।' বলেছেন তিনি।


আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের বিশেষ এই আসর। ১৭ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball