promotional_ad

ধারাবাহিকতায় নয়, ম্যাচ জেতানোয় নজর স্যামসনের

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ধারাবাহিকতায় নজর নেই ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনের, বরঞ্চ ম্যাচজয়ী ইনিংসে দল জেতাতে চান ভারতের ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। ধারাবাহিকতা আনার জন্য ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনতে চান না তিনি।


ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরুতে বাদ পড়েন স্যামসন। কিন্তু ইনজুরিতে পড়া শিখর ধাওয়ানের পরিবর্তে দলে আবারো ডাকা হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানকে।



promotional_ad

স্যামসন বলেন, 'ধারাবাহিক হওয়া নিয়ে আমি অতটা ভাবিনি। আমি মনে করি আমি একটু ব্যতিক্রমী ব্যাটসম্যান। আমি বোলারদের ওপর নিয়ন্ত্রণ নিতে ভালোবাসি। যদি ধারাবাহিকতায় নজর দেই তাহলে আমি আমার ব্যাটিংয়ের ধরন হারিয়ে ফেলব। ধারাবাহিক হতে গিয়ে আমি আমার খেলার ধরনের পরিবর্তন আনতে চাই না।


আমি স্বাভাবিকভাবেই ব্যাটিং করতে চাই। আমি যখনই সুযোগ পাই, তখন বড় স্কোর করার চেষ্টা করি। আমি পাঁচটি ম্যাচ খেললে তার এক বা দুইটাতেই বড় রান করে দল জেতাতে চাই। ধারাবাহিকতা আমার দলকে জয় এনে দিবে না। কিন্তু অসাধারণ একটি ইনিংসে সেটা সম্ভব। আমি এটার পেছনেই ছুটি।'


বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে চার বছর পর ভারতীয় দলে ডাক পান স্যামসন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ না দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেয়া হয় তাঁকে। এতে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকদের।



নিয়মিত ওপেনার ধাওয়ানের ইনজুরি স্যামসনকে টি-টোয়েন্টি দলে নিতে সুযোগ করে দিয়েছে বিসিসিআই নির্বাচকদের। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball