ভারত আর্মির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত আর্মির ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটার হওয়ার প্রতিযোগিতায় আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডারের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই তালিকায় আছে আরও তিন ক্রিকেটার।
সাকিব ছাড়া নমিনেশন পাওয়া বাকি তিন ক্রিকেটার হচ্ছেন স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং বেন স্টোকস। দর্শকদের ভোটের মাধ্যমে এই চারজনের একজন হবেন ভারত আর্মির ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটার।

বিশ্বকাপে অসাধারণ পারফম্যান্স করে এই আয়োজকদের নজর কেড়েছেন সাকিব। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট পান সাকিব। এটাই মূলত তাঁকে এই পুরস্কারের প্রতিযোগিতায় এনেছে।
তালিকায় আছেন বেন স্টোকস। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে অবদান রাখেন স্টোকস। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ২-২ ফলাফল করার পেছনেও অসাধারণ অবদান আছে স্টোকসের।
অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে যৌথভাবে অ্যাশেজের সেরা পারফর্মার নির্বাচিত হন তিনি। স্বাভাবিকভাবেই অ্যাশেজ সিরিজের পারফরম্যান্সের কল্যাণে এই তালিকায় নাম এসেছে স্মিথেরও।
নিউজিল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে না পারলেও ২০১৯ সাল দুর্দান্ত গিয়েছে কেন উইলিয়ামসনের। তাঁর ব্যাটিং পারফরম্যান্স ও চৌকস অধিনায়কত্বের কারণেই ইংল্যান্ড বিশ্বকাপে ফাইনাল খেলতে পেরেছে নিউজিল্যান্ড। এ কারণে পুরস্কার পাওয়ার দৌড়ে সাকিবের শক্ত প্রতিদ্বন্দ্বী তিনিও।