promotional_ad

রুটের পাশে দাঁড়ালেন স্টোকস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্বের চাপকে বিশাল হিসেবে আখ্যা দিয়েছেন দলটির তারকা অলরাউন্ডার বেন স্টোকস। শুধু তাই নয়, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে সবচাইতে বেশি সমালোচনার মুখেও পড়তে হয় বলে অভিমত তাঁর।


নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে এক ইনিংস এবং ৬৫ রানের ব্যবধানে হারের পর সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এই পরিস্থিতিতে রুটের পাশে দাঁড়িয়েছেন স্টোকস। 



promotional_ad

অধিনায়কের তেমন দোষ দেখছেন না তিনি। স্টোকস বলেন, 'ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের চাপ অনেক বিশাল। এটি ইংল্যান্ডের সবচাইতে সমালোচিত চাকরির একটি। মাঠে ১১ জন খেলোয়াড় থাকে যারা জয় কিংবা পরাজয় নির্ধারণ করে। পুরোটা অধিনায়কের দোষ নয় এখানে।'


রুটকে ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেছেন স্টোকস। শুধু তাই নয়, তাঁর প্রতি দলের পূর্ণ সমর্থন আছে বলেও জানান তিনি। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারের ভাষায়, 'সে (রুট) ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় এবং সে জানে যে আমাদের পূর্ণ সমর্থন আছে তাঁর প্রতি। দল হিসেবে আমরা একসঙ্গে পথ চলি।' 


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে সফরকারী ইংল্যান্ড। ২৯ নভেম্বর (শুক্রবার) হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামবে দুই দল। এই ম্যাচ দিয়ে সিরিজে ফিরতে চাইবে জো রুটের দল।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball