বেইলিকে সমর্থন দিলেন ফিঞ্চ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন জর্জ বেইলি। নির্বাচক হিসেবে নতুন এই দায়িত্বে সাবেক এই অধিনায়ককে স্বাগত জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সীমিত ওভারের বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন বেইলিকে নির্বাচক করায় সবাই সন্তুষ্ট। তিনি এই যে এই দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই কারো। ফিঞ্চ মনে করেন এই দায়িত্ব পাওয়ার যোগ্য বেইলি।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের এই অধিনায়ক বলেছেন, 'এই সিদ্ধান্ত নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আমি মনে করি, আমার যাদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই এই সিদ্ধান্ত নিয়ে খুশি। যদিও তিনি এখনও খেলছেন কিন্তু তিনি পেশাদার, তিনি দীর্ঘদিন ধরে এই খেলাটির সঙ্গে রয়েছেন।'
খেলোয়াড়ী জীবন থেকে এখনও অবসরে যাননি বেইলি। শেফিল্ড শিল্ড এবং মার্শ কাপে তাসমানিয়ার হয়ে নিয়মিত খেলতে দেখা যায় তাঁকে। ফিঞ্চ মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ট ভাবে যুক্ত একজনকে নির্বাচক হিসেবে পাওয়া সত্যিই দারুণ।
ফিঞ্চ বলেছেন, 'তার মতো একজনকে পাওয়া সত্যিই দুর্দান্ত, যে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ট ভাবে জড়িত। বিশেষ করে তিনি এমন একজন যিনি অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন এবং জানেন অভিজাত খেলোয়াড় হতে কি করা প্রয়োজন।'
ফিঞ্চের বিশ্বাস খেলোয়াড়ি জীবনে যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বেইলি, তেমনি সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অস্ট্রেলিয়ার প্রতিভাবান ক্রিকেটারদের বের করে আনবেন নতুন এই নির্বাচক।
অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের স্থলাভিষিক্ত হয়েছেন বেইলি। অস্ট্রেলিয়াকে ২৯টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত ৩০ সেপ্টেম্বর নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেন চ্যাপেল।