মুস্তাফিজের সমস্যা ধরিয়ে দিলেন চাম্পাকা

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘদিন ধরে ফর্মে না থাকা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের সমস্যা ধরিয়ে দিয়েছেন ইমার্জিং দলের কোচ চাম্পাকা রামানায়েক। তাঁর মতে, সঠিক লেংথে বল করতে পারছেন না বিধায় ফর্মহীনতায় ভুগছেন বাঁহাতি এই পেসার।
কাঁধের ইনজুরিতে পড়ার পর থেকেই ফর্ম খরায় মুস্তাফিজ। বোলিংয়ের ধার যেন হারিয়েই ফেলেছেন তিনি। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি উইকেটের দেখাও পাননি ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

মঙ্গলবার ইমার্জিং দলের ক্যাম্পে বোলিং অনুশীলন করেছেন মুস্তাফিজ। কোচ চাম্পাকার সঙ্গে কিছুক্ষণ কাজ করেছেন তিনি। তখনই মুস্তাফিজের সমস্যা ধরা পড়ে চাম্পাকার চোখে। যদিও চাম্পাকা জানিয়েছেন, নিজের দুর্বলতা নিয়ে অবগত মুস্তাফিজ এবং সে অনুযায়ী কাজ করছেন বাঁহাতি এই পেসার।
অনুশীলন শেষে সাংবাদিকদের শ্রীলঙ্কান এই কোচ বলেন, 'সে ছন্দে ফিরতে কাজ করছে। আমার মনে হয় ওর সমস্যা হচ্ছে সে সঠিক লেংথে বল করতে পারছে না। সে এটা বুঝে এবং এটা নিয়েই কাজ করছে। যে কেউই খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। যে তাড়াতাড়ি নিজের সমস্যা বুঝতে সেই দ্রুত ঘুরে দাঁড়াবে।'
বোলিং দক্ষতা নিয়ে আরও কাজ করতে হবে মুস্তাফিজকে। হাই পারফরম্যান্স দলের এই কোচের বিশ্বাস, এসব নিয়ে কাজ করে ঠিকই স্বরূপে ফিরে আসবেন মুস্তাফিজ।
'আমি নিশ্চিত সে ঘুরে দাঁড়াবে। কারণ ওর হাতে অনেক সময় আছে এখনো। স্কিল লেভেলে সে শতভাগ দিতে পারছে না। আমি নিশ্চিত যে সে এটা নিয়ে কাজ করছে।' বলেন চাম্পাকা।