চাম্পাকার চোখ স্বর্ণে

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউথ এশিয়ান গেমসে (এসএ) খেলতে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএ গেমসের ১৩তম আসরে বাংলাদেশকে স্বর্ণ এনে দিতে দৃঢ় প্রতিজ্ঞ দলটির কোচ চাম্পাকা রামানায়েকে।
ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। ভারত, আফগানিস্তানের মতো দলকে হারিয়ে ফাইনাল খেলেছে তারা। যদিও ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছে স্বাগতিকদের। তবে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকারদের পারফরম্যান্স মনে ধরেছে চাম্পাকার।

তিনি বিশ্বাস করছেন, এশিয়া কাপের ফাইনালে না জিততে পারলেও এসএ গেমসে ঠিকই ফাইনাল জিতে স্বর্ণ নিয়ে ঘরে ফিরবে তাঁর দল।
বুধবার (২৭ নভেম্বর) মিরপুরে দলকে নিয়ে অনুশীলন শেষে সংবাদিকদের শ্রীলঙ্কান এই কোচ বলেন, 'স্বর্ণ জিততে আমি অনেক বেশি আশাবাদী। আমরা এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছি। ছেলেরা ভালো ফর্মে আছে। এশিয়া কাপের পুরো টুর্নামেন্টে ছেলেরা ভালো খেলেছে। আশাকরছি এবার ফাইনাল জিতে স্বর্ণ আনতে পারব।'
ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোও এসএ গেমসে অংশ নেবে। শক্তির বিচারে সব দলকেই সমান চোখে দেখছেন বাংলাদেশ ইমার্জিং দলের কোচ।
'সাফ গেমসে আপনি পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারতকে পাচ্ছেন। সবগুলো দলই এই পর্যায়ে সমান শক্তিশালী। কিন্তু আমাদের দলও ভালো। আমরা একটি করে ম্যাচ নিয়ে চিন্তা করব।'