promotional_ad

খুলনাকে ওয়াটসনের না, মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে দলগুলি। ইতোমধ্যে লেন্ডন সিমন্স, আন্দ্রে রাসেল এবং শোয়েব মালিকদের মতো তারকাকে ড্রাফটের বাইরে থেকে দলে টেনেছে চট্টগ্রাম এবং রাজশাহী।


ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে খুলনা টাইগার্সও। যোগাযোগ করা হয়েছে শেন ওয়াটসন-মঈন আলীদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে। তবে তাদের থেকে আশানুরূপ সারা পায়নি খুলনা কর্তৃপক্ষ।


মিডল অর্ডারে একজন বিদেশী ব্যাটসম্যানের খোঁজে রয়েছে খুলনা। সেই সঙ্গে একজন অলরাউন্ডারকেও চাইছে দলটি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির পরিচালক খালেদ মাহমুদ সুজন।



promotional_ad

সুজন বলেন, `আমরা শেন ওয়াটসন এবং মঈন আলীর সঙ্গে কথা বলেছি। ওয়াটসন আসবে না মনে হয়, মঈনের সঙ্গে সেভাবে কথা হয়নি। আমাদের যে জায়গাটায় দরকার ওই জায়গাটাতেই খুঁজছিলাম। আশা করছি ৩-৪দিনের মধ্যে সমাধানে আসবো।` 


`আমাদের দলটা বেশ ভালো, তারপরও মিডল অর্ডারে এখন খেলোয়াড় খুঁজছি আমরা। সেটা কোন দেশের সেটা ইম্পরট্যান্ট না। যে ২-৪ ওভার বোলিং দিতে পারবে। রাসেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল আমাদের কিন্তু দেড়ি হয়ে গেছে।` সুজন আরও যোগ করেন। 


ওয়াটসনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রশঙ্গে সুজন বলেন, `আমরা ওয়াটসনের সঙ্গে আলাপ করেছিলাম। ও বলেছিল শেষ পার্টে খেলবে, পরে আবার বলেছিল সামনে আর শেষের ভাগে খেলবে। বড়দিনের ছুটি চায়। প্রথমে সে বেশ ইতিবাচক ছিল পরে আর আগ্রহ দেখায়নি।` 


খুলনা টাইগার্স স্কোয়াডঃ মুশফিকুর রহিম (এ +) , শফিউল ইসলাম (বি), নাজমুল হোসেন শান্ত (বি), আমিনুল ইসলাম বিপ্লব (ডি), শামসুর রহমান শুভ (সি), সাইফ হাসান (সি), মেহেদী হাসান মিরাজ (এ), শহিদুল ইসলাম (সি), আলিস আল ইসলাম (ডি), তানভির ইসলাম (ডি)।



বিদেশি ক্রিকেটার : মোহাম্মদ আমির, রাইলি রশো, রবি ফ্রাইলিঙ্ক, নাজিবুল্লাহ জাদরান ও রহমানুল্লাহ গুলবাজ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball