আবারো স্যামসনকে দলে ডাকল ভারত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। ইনজুরিতে পড়া বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানের পরিবর্তে দলে আবারো ডাকা হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানকে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে চার বছর পর ভারতীয় দলে ডাক পান স্যামসন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ না দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেয়া হয় তাঁকে। এতে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকদের।

ধাওয়ানের ইনজুরি স্যামসনকে টি-টোয়েন্টি দলে নিতে সুযোগ করে দিয়েছে বিসিসিআই নির্বাচকদের। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বাঁ পায়ে চোট পান ধাওয়ান। বিসিসিআই এক বিবৃতিতে ধাওয়ানের ইনজুরি নিয়ে বলে, 'হাঁটুর অনেক গভীরে কাটা গেছে। সেরে উঠেছে কিছু দিন সময় লাগবে।'
বাঁহাতি ওপেনারের অনুপস্থিতিতে ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা লোকেশ রাহুল। কার্নাটাকার হয়ে খেলা এই ব্যাটসম্যান সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ৬ ইনিংসে ১৪৫.১৬ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছেন।
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, সাঞ্জু স্যামসন।