কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করবে বিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এখন থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের সব মাঠ এবং জায়গা ব্যাবহার করার সুযোগ পাবে বিসিবি।
এছাড়া বিসিবির সকল মাঠ দেখাশোনা করার দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে। চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মাহাবুব আনাম, খালেদ মাহামুদ সুজন, প্রধান নির্বাহী নিজাম উদ্দন চৌধুরী।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বাকি কর্তারা এসেছিলেন এখানে। ডক্টর আবুল কালাম আজাদের নেতৃত্বে বিসিবির সঙ্গে চুক্তি সম্পন্ন করেন তারা। বুধবার সকাল ১০টায় এই চুক্তি সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় কত্রিপক্ষ জানায়, `আমরা অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করছি।আমাদের ক্রীড়া বিভাগের পরিচালক ডক্টর আবুল কালাম আজাদ আমরা এগোচ্ছি। এক পর্যায়ে আমাদের বেশ অভিভূত লেগেছে যে বিসিবি আমাদের নিয়ে চিন্তা করেছে। এটা আমাদের জন্য বড় মাইলফলক। ক্রিকেটে বাংলাদেশের যে সাফল্য তাতে আমরা শরিক হতে পারছি।`
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, `আমাদের যে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো হয় সেগুলোমূলত লক্ষ্য রেখে আমরা আগাচ্ছি। উইমেন্স ক্রিকেট এবং ক্যাম্পগুলো এর অংশ হিসেবে থাকবে। যত দ্রুত সম্ভব আমরা এটাকে এফেক্টিভ করব এবং কাজে লাগাবো।`
বিসিবির মাঠ ব্যাবস্থাপনায় বিজ্ঞানসম্মত পদ্ধতি বজায় রাখার বিষয়ে কাজ করবেন তারা। যদিও বিসিবির পক্ষ থেকে এই ব্যাপারে খোলামেলাভাবে কেউ কথা বলেননি। তবে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জানান মাঠের বিভিন্ন বিষয় নিয়ে বিসিবির সাথে কাজ করতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।