বিপিএলে অনিশ্চিত গেইল!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে ক্রিস গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার ওয়েস্ট ইন্ডিজ এই বিধ্বংসী ব্যাটসম্যানকে নিয়ে বিপাকে পড়তে হচ্ছে চট্টগ্রামকে। কারণ ২০১৯ সালের বাকি সময় বিশ্রামে থাকবেন গেইল।
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে খেলার প্রস্তাব পেয়েও সেটি ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন গেইল।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম দিকে থাকছেন না ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান, এটা নিশ্চিত। তবে ২০২০ সালের শুরুতে তাঁকে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এবারের বিপিএলের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লেখাননি তিনি। তবু ড্রাফটে নিজের নাম দেখে বিস্মিত গেইল।
৪০ বছর বয়সী গেইল বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ আমাকে ওয়ানডে খেলতে বলেছিল কিন্তু আমি খেলছি না। নির্বাচকরা আমাকে তরুণদের সঙ্গে খেলতে বলেছিল কিন্তু আমি এই বছরের বাকি সময়ের জন্য বিশ্রাম নিতে চাই। আমি বিগ ব্যাশও খেলছি না।'
'আমি নিশ্চিত না সামনে আর কী খেলা আছে। এমনকি আমি জানি না যে বিপিএলে আমার নাম কীভাবে পৌঁছালো। আমাকে একটি দলে ডাকাও হয়েছে এবং আমি জানিও না এটা কীভাবে হলো।' যোগ করেন ওয়েস্ট ইন্ডিজ এই ক্রিকেটার।
গেইলকে না পেলে নতুন করে দল নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
১৭ জানুয়ারি পর্যন্ত চলবে আসন্ন বিপিএলের আসর। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিন ভেন্যুতে আয়োজিত হবে আসন্ন বিপিএলের ম্যাচগুলো।