promotional_ad

ভিসা জটিলতায় দেশে ফিরতে পারেননি সাইফ হাসান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 || ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারত সফরে গিয়ে বড় সমস্যার মধ্যে পড়েছেন সাইফ হাসান। ভিসা জটিলতার কারণে দেশে ফিরতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। পরবর্তীতে হোটেলে ফিরে যেতে হয়েছে সাইফকে।


আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম অনিক এবং এবাদত হোসেনের সঙ্গে দেশে ফিরছিলেন সাইফ। কিন্তু ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার কারণে তাকে দেশে ফিরতে দেয়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 



promotional_ad

জানা গিয়েছে, ২৪ নভেম্বর পর্যন্ত ভারতের ভিসা ছিল সাইফের। জুলাইয়ে বিসিবি একাদশের হয়ে বেঙ্গালুরু আর মাইশোর গিয়েছিলেন তিনি। সে সময় ভারতের ভিসা পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।


সাইফ বলেন, `আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ২৪ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল কিন্তু আমি যাচ্ছিলাম ২৫ তারিখ। কালকে (বুধবার) চলে যাবো ইন শা আল্লাহ। আশা করছি হয়ে যাবে, কাল দুপুরে বাংলাদেশের হাই কমিশন জানিয়ে দিবে।`


সাইফের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেয়ালে রাখেনি। টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দিতে ৮ নভেম্বর ভারত গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।  



এদিকে সাইফের সঙ্গে থাকা বাকি তিন ক্রিকেটার বিমান বাংলাদেশের ফ্লাইটে দেশে ফিরেছেন। এছাড়া ক্রিকেটাররা ভাগে ভাগে দেশে ফিরে আসছেন। রবিবার রাতে অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন দেশে ফিরেছেন। 


গতকাল (সোমবার) সকালে ফিরেছেন নাঈম হাসান। কলকাতা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই নিজ শহর চট্টগ্রামের বিমান ধরেন তরুণ এই স্পিনার। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশে এসে চলে গেছেন দক্ষিণ আফ্রিকায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball