বঙ্গবন্ধু বিপিএল খেলবেন আন্দ্রে রাসেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে অংশ নেবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
শোয়েব মালিকের পর রাসেল রাজশাহীর দ্বিতীয় চমক। এর আগে বিপিএল ড্রাফটের আগেই পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিকের সঙ্গে চুক্তি করে রাজশাহী। যদিও তা ড্রাফট শেষে দুই দিন পর জানায় তারা। যে কারণে ড্রাফটে প্রথমে নাম থাকলেও তা সরিয়ে নেন এই অলরাউন্ডার।

অবশ্য বিপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না বিধ্বংসী ব্যাটসম্যান রাসেলের। ড্রাফটের বাইরে থেকে দুইজন বিদেশি ক্রিকেটার নেয়ার নিয়ম খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে রাজশাহী।
বিপিএলের গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন রাসেল। ১৫৬.৫৪ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছিল ২৯৯ রান, উইকেট নিয়েছিলেন ১৪টি। রাজশাহীতে মালিক-রাসেলের অন্তর্ভুক্তি দলটিকে আরও শক্তিশালী করেছে।
যদিও ড্রাফটে সাধারণ দল সাজিয়েছে রাজশাহী। তবে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারের মিশেলে গড়া রাজশাহী যথেষ্ট সমীহ জাগানিয়া দল। এবারের আসরে রাজশাহীর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওয়াইজ শাহ। বাংলাদেশের রাজিন সালেহ রয়েছেন সহকারী কোচের দায়িত্বে।
রাজশাহী রয়্যালস স্কোয়াডঃ লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, হজরতউল্লাহ জাজাই, রবি বোপারা, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।