রান না করলে নিজেকে শাস্তি দেন স্মিথ!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভালো ব্যাটিং করার তাড়না এবং রান ক্ষুধা থেকে নিজেকে সরিয়ে রাখতে চান না অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ। যে কারণে রান না পেলে নিজেকে শাস্তি দেন তিনি। আবার ভালো পারফরম করলে নিজেকে পুরস্কৃতও করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো স্মিথ পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে মাত্র ৪ রান করে আউট হন। এতে নিজের উপর ক্ষিপ্ত হন তিনি। সিদ্ধান্ত নেন নিজেকে শাস্তি দেয়ার। তাই মাঠ থেকে বেরিয়ে টিম বাসে না চড়ে ৩ কিমিঃ পথ হেঁটে টিম হোটেলে যান টেস্ট ফরম্যাটের এক নম্বর এই ব্যাটসম্যান।

আবার সেঞ্চুরি করলে চকলেট খেয়ে তা উদযাপন করেন তিনি। ৩০ বছর বয়সী এই অজি ক্রিকেটার বলেন, 'আমি নিজেকে শাস্তি দেই যখন রান পাই না। আবার নিজেকে পুরস্কৃতও করি, যখন আমি রান করি তখন। রাতে একটি চকলেট বার খাই যদি আমি ১০০ করি।'
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্রুত আউট হলেও অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে সামর্থ্য দেখাতে মুখিয়ে আছেন স্মিথ। ব্রিসবেনে লেগ স্পিনার ইয়াসির শাহ্র বলে আউট হয়েছিলেন তিনি। এরপর ইয়াসির শাহ্ যে অঙ্গভঙ্গি করেছেন সেটাই স্মিথকে আরও বেশি অনুপ্রাণিত করছে ভালো খেলার, জানিয়েছেন তিনি।
আগামী ২৯ নভেম্বর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। দুই বছর পর এই মাঠে খেলতে যাচ্ছেন স্মিথ।