গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে মাহমুদউল্লাহ

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুঃস্বপ্নের মতো কেটেছে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। ইনিংস ব্যবধানে ম্যাচ হারা, ইনজুরি, মাথায় বলের আঘাত; সবমিলিয়ে ভীতিকর সময় পার করেছে বাংলাদেশ দল। ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ডানপায়ে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি, নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে মাথায় বলের আঘাতে মাঠ ছাড়েন লিটন দাস এবং নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মাহমুদউল্লাহ। ইনিংসের ১৯তম ওভারে সিঙ্গেল নিতে গিয়ে হঠাৎ টান লাগে তাঁর পায়ে।

সঙ্গে সঙ্গে মাঠে নেমে আসেন বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। চোট গুরুতর হওয়ায় মাহমুদউল্লাহকে নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর ব্যাটিংয়ে নামা হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের। শেষ পর্যন্ত গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়ে তাঁর পায়ে।
মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন, 'মাহমুদউল্লাহর ইনজুরিটা হচ্ছে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি। সে গতকাল স্ক্যান করিয়েছে, আমরা এখনও রিপোর্ট হাতে পাইনি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব অল্প মাত্রার হ্যামস্ট্রিং হলেও আমরা ৭ দিনের বিশ্রাম বেধে দেই। বিশ্রাম নেয়ার জন্য, পুনর্বাসন করার জন্য। ফিট না হয়ে খেলায় ফিরলে আবার ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে। একই ইনজুরি ওই জায়গাতে হলে সারতে সময় নেয়।'
'আমাদের প্রধান কাজ হচ্ছে ওর দ্বিতীয় ইনজুরিটা আটকানো। কারণ একই জায়গায় দ্বিতীয়বার চোট পেলে ফিরতে দ্বিগুণ সময় লাগতে পারে। এতে এক মাসের মতো সময় লেগে যায়। আর তৃতীয়বার লাগলে খেলোয়াড়ের ওই মৌসুম মিস করার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইনজুরিটা যেন দ্বিতীয়বার না হয় সেটার ব্যবস্থা করা।' যোগ করেন তিনি।
কমপক্ষে ৭ দিনের বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে অংশ নিতে পারবেন তিনি। বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।