promotional_ad

শাই হোপকে নিয়ে বিপাকে রংপুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট থেকে শাই হোপকে দলে টেনেছিল রংপুর রেঞ্জার্স। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে দলে নিয়ে বিপাকে পরেছে রংপুর।


বিপিএলের পুরো সময়ে থাকার কথা বলে প্লেয়ার্স ড্রাফটে নামে লেখান শাই হোপ। কিন্তু শেষ মুহূর্তে এসে ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, ৭ দিনের বেশি তিনি সময় দিতে পারবেন না।


এমন অবস্থায় বিপাকে পরেছে রংপুর কর্তৃপক্ষ। এই বিষয়ে দলটির পরিচালক আকরাম খান ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'শাই হোপ আমাদের ৭দিনের বেশি সময় দিতে পারবে না। 



promotional_ad

`ওকে নিশ্চিত ধরেই আমরা দল সাজিয়েছিলাম। আমরা বিকল্প হিসেবে কাওকে খুঁজছি এখন। তবে কে আসবে বা কাকে নিয়ে আসবো সেটা এখনও ঠিক করিনি। দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে এই বিষয়ে।`


১১ই ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। সে সময় ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। দ্বিপাক্ষিক এই সিরিজ শেষ হবে ২২ ডিসেম্বর।


এরপর ৭ জানুয়ারি থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা।  ধারণা করা হচ্ছে ২৩ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি এই সময়ের মাঝে ৭দিনের জন্য বিপিএল খেলতে আসবেন শাই হোপ। 


শাই হোপ ছাড়া রংপুরে বিদেশিদের মধ্যে আছেন মোহাম্মদ নবি, ক্রিস গ্রেগরি এবং ক্যামেরন ডেলপোর্ট। এছাড়া দেশিদেড় মধ্যে মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদরা আছেন এই দলে।



রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি), আরাফাত সানি (সি), জহুরুল ইসলাম (বি), তাসকিন আহমেদ (বি), জাকির হাসান (সি), ফজলে মাহমুদ রাব্বি (বি), নাদিফ চৌধুরী (সি) ও সঞ্জিত সাহা (ডি), রিশাদ হোসেন (ড্রাফটের বাইরে থেকে)।


বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবি, শাই হোপ, ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড) ও ক্যামেরন ডেলপোর্ট।
 


  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball