promotional_ad

দক্ষিণ এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না বিপ্লবের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে যাওয়া হচ্ছে না আমিনুল ইসলাম বিপ্লবের। হাতের চোট পুরোপুরি সেরে না ওঠায় যেতে পারছেন না এই লেগ স্পিনার। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, `ইমার্জিং কাপে বিপ্লব যে চোট পেয়েছে তা এখনও সেরে ওঠেনি। ওকে আমরা পাঠাচ্ছি না।`


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিপ্লবের চোট নিয়ে বলেন, `এসএ গেমসের জন্য দল শীঘ্রই যাচ্ছে। সেখানে ইনজুরির কিছু সমস্যা আছে। বিপ্লব এবং শফিকুলকে সেখানে যেতে দেয়া হচ্ছে না। ওদের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি।` 



promotional_ad

গেল ১৪ই নভেম্বর হংকংয়ের বিপক্ষে ইমার্জিং কাপের ম্যাচ চলাকালীন ডান হাতে চোট পান বিপ্লিব। ফলে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় এই লেগ স্পিনারকে। 


নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের দুই আঙুলের মাঝে চোট পান বিপ্লব। সে সময় তার হাতের তালু ফেঁটে যায় । যে কারণে মাত্র ৩ ওভার বোলিং করেই উঠে যেতে হয় তাঁকে। 


এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে একই ভাবে চোট পেয়েছিলেন এই তরুণ। চোটাক্রান্ত জায়গায় পড়ে তিনটি সেলাই। পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হয় তাকে। সেবার চোটটি ছিল বাঁহাতে। 


এসএ গেমসের স্কোয়াড এখনও ঘোষণা করেননি নির্বাচকরা। তবে, মঙ্গলবার বিকেলের মধ্যে দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন। তিনি আরও বলেন, `আমরা স্কোয়াড নিয়ে মিটিংয়ে বসবো, আশা করছি আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে দিয়ে দিব।` 



যতদূর জানা গিয়েছে, সম্প্রতি শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডকেই নেপাল পাঠাচ্ছে বোর্ড। তবে এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে সাইফ হাসানকে। যদিও আনুষ্ঠানিকভাবে বোর্ড এখনও এই ব্যাপারে কিছু জানায়নি। 


দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে আট বছর পর অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। যেখানে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ নারী এবং পুরুষ দল। সর্বশেষ এশিয়ান গেমসে অংশ নিয়ে ২০১০ সালে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball