promotional_ad

২৭ তারিখ দেশে ফিরছেন ইমরুল-মুশফিকরা

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট আগেভাগে শেষ হলেও নির্ধারিত সময়েই দেশে ফিরবে বাংলাদেশ দল। আগামী ২৭ নভেম্বর রাত নয়টার একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।


যদিও মাত্র আড়াই দিনে কলকাতা টেস্ট শেষ হওয়ার পর গত ২৪ নভেম্বর রাতে দেশে ফেরেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ দলের চার সদস্য।



promotional_ad

ডমিঙ্গোর সঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং দলের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন একটু আগেভাগেই দেশে ফিরেছেন।


দলের বাকি সদস্যরা ফিরবেন নির্ধারিত সময়ে। কলকাতা টেস্টের শেষ দিন ছিল ২৬ নভেম্বর। এর একদিন পরেই রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশের।


গোলাপি বলের এই ম্যাচের উত্তেজনা আগে থেকেই ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। এ কারণে ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত ম্যাচের সমস্ত টিকিট কিনে নেয় আগ্রহী দর্শকরা। পঞ্চম দিনের টিকিটও বিক্রি হয় অনেক। শেষপর্যন্ত ম্যাচটি ঠিকমতো আড়াই দিনও টিকেনি।



ইন্দোরের পর কলকাতা টেস্টেও ইনিংসে হারে বাংলাদেশ। ফলে আশাহত হতে হয় দর্শকদের। এবার টিকিট ফেরত দিয়ে টাকা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন তারা। কলকাতা টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের বিক্রি হওয়া সমস্ত টিকিট ফেরত নিয়ে টাকা ফিরিয়ে দিচ্ছে আয়োজক মহল।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball