promotional_ad

শেষ দুইদিনের টিকিটের টাকা ফেরত দিচ্ছেন আয়োজকরা

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলকাতা টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের বিক্রি হওয়া টিকিট ফেরত নিয়ে টাকা ফিরিয়ে দিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একটি বিবৃতিতে এমনটা জানিয়েছেন সিএবির কর্মকর্তারা।


'চতুর্থ এবং পঞ্চম দিনের বিক্রি হওয়া টিকিট ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছে তাদের সবার কাছে বার্তা পাঠিয়ে দেয়া হচ্ছে।', বিবৃতিতে বলা হয়েছে।



promotional_ad

ঐতিহাসিক এই দিবারাত্রির টেস্ট নিয়ে আয়োজনের মাত্রা কম ছিল না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘণ্টা বাজিয়ে গোলাপি বলের এই ম্যাচটি উদ্বোধন করেন।


এই টেস্ট উপলক্ষে জাঁকজমকপূর্ণ এক মধ্যাহ্নভোজের আয়োজন করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং সিএবি। যেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারতের অভিষেক টেস্টের স্কোয়াডের সদস্যরা, ভারতের বেশ কয়েকজন সাবেক অধিনায়ক এবং বিভিন্ন পেশার ভারতের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। 


ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝেও। এ কারণে চতুর্থ দিন পর্যন্ত ম্যাচের সমস্ত টিকিট কিনে নেয় আগ্রহী দর্শকরা। পঞ্চম দিনের টিকিটও বিক্রি হয় অনেক।



শেষপর্যন্ত ম্যাচটি আড়াই দিনও ঠিকমতো টিকলো না। ইন্দোরের পর কলকাতা টেস্টেও ইনিংসে হারে বাংলাদেশ। ফলে আশাহত হতে হয় দর্শকদের। এবার টিকিট ফেরত দিয়ে টাকা ফিরে পাওয়ার সুযোগ পা??্ছেন তারা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball