promotional_ad

হ্যামিল্টন টেস্টে বোল্টকে নিয়ে শঙ্কা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হ্যামিল্টন টেস্টে নাও খেলা হতে পারে ট্রেন্ট বোল্টের। পাজরে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে শঙ্কায় আছে নিউজিল্যান্ড। 


সোমবার (২৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিন এই চোট পান বোল্ট। ফলে মাত্র এক ওভার বোলিং করার মাঠের বাইরে চলে যেতে হয় এই পেসারকে।



promotional_ad

মঙ্গলবার চোটের জায়গায় স্ক্যান করেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিততে মাঠে নামবে স্বাগতিকরা।


এদিকে বোল্ট ছিটকে গেলে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ম্যাট হেনরি বা লকি ফার্গুসনকে। চোট যদি গুরুতর না হয় সেক্ষেত্রেও বিশ্রাম পেতে পারেন বাঁহাতি এই পেসার।


কারণ এই সিরিজ শেষে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। যে কারণে বোল্টকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। 



২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় বোল্টের। যার মধ্যে দলের ৭০ টেস্টের মাত্র ৬টিতে মাঠের বাইরে ছিলেন তিনি। আর ২০১৬ সালের পর মাত্র তিনটি টেস্টে খেলা হয়নি তাঁর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball