ওয়ার্নকে সমালোচনার জবাব দিলেন খাওয়াজা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি অস্ট্রেলিয়ার বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাওয়াজাকে নিয়ে মন্তব্য করেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। অজি সাবেক এই ক্রিকেটারের সমালোচনা মেনে নিতে পারেননি খাওয়াজা। তাই ওয়ার্নকে রেকর্ডবুকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়ার পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খাওয়াজাকে দলে রাখেনি অস্ট্রেলিয়া। এমন সিদ্ধান্তের জন্য প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং নির্বাচক ট্রেভর হন্সকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ন। তাঁর মতে, অস্ট্রেলিয়া দলে খেলার গুরুত্ব খাওয়াজার কাছে কতটা; এটা আগে প্রমাণ করতে হবে। টপ এই ব্যাটসম্যানের শারীরিক ভাষায় যার কোনো চিহ্নই দেখেন না ওয়ার্ন।

মূলত খুবই শান্ত প্রকৃতির ক্রিকেটার খাওয়াজা। ক্রিকেটের প্রতি তাঁর আসক্তি কিংবা আগ্রহ এই কারণেই অনেকটা আড়াল হয়ে যায়। তবে খাওয়াজার আছে শারীরিক ভাষার চেয়ে ব্যাটসম্যান হিসেবে রান করাটাই মুখ্য। এই জন্য সমালোচনা করার আগে তাঁর রেকর্ডের দিকে নজর দেয়ার কথা জানিয়েছেন তিনি।
ওয়ার্নের মন্তব্যের প্রেক্ষিতে খাওয়াজা বলেন, 'আমি মনে করি না ওই প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন আছে। আমি একজন ব্যাটসম্যান, সবকিছু আগে আমি একজন রান সংগ্রাহক; এটাই আমার পরিচয়। আপনি যদি আমার শিল্ড রেকর্ড, ঘরোয়া ওয়ানডে রেকর্ড, অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড এবং বিগ ব্যাশের রেকর্ড দেখেন; আমি সব জায়গায়ই রান করেছি। এটাই মুখ্য। আমার শারীরিক ভাষায় পরিবর্তন আনার প্রয়োজন নেই, আমি খুবই শান্ত প্রকৃতির। কেউ এটা নিতে পারবে অথবা পারবে না, এটাই হয়।'
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট খেলা খাওয়াজার ব্যাটিং গড় ৪০.৬৬, অস্ট্রেলিয়ায় যা ৫২.৯৭। যদিও তাঁকে দল থেকে বাদ দেয়া হয়েছে, তবে জাস্টিন ল্যাঙ্গার আশ্বাস দিয়েছেন রান করলে এখনো দলে ফেরার সুযোগ রয়েছে তাঁর।
ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে বাজে আম্পায়ারিংয়ে আউট হওয়ায় তেমন বড় রান করতে পারেননি খাওয়াজা। তবে ওয়ানডে কাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। টুর্নামেন্টে খাওয়াজার ১৩৮, ১১২, ৫, ৩১ এবং অপরাজিত ৮৬ রানের ইনিংসে কুইন্সল্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে।