অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলতে শর্ত রেখেছেন কোহলি

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলতে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী বছর ঘরের মাঠের সিরিজে বিরাট কোহলির দলের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলতে চায় তারা। দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি কোহলিও, তবে এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সামনে কিছু শর্ত রেখেছেন ভারতীয় অধিনায়ক।
টেস্টের নতুন এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে মূল ম্যাচের আগে অবশ্যই একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ চান কোহলি। অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে বাড়তি সময়ও চেয়েছেন তিনি।

প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমেই জয়ের দেখা পেয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, 'গোলাপি বলে টেস্ট খেলার আগে ঠিক মতো পরিকল্পনা দরকার। অল্প সময়ের মধ্যে হঠাৎ করে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামা যায় না। আগে একটা ভাল প্রস্তুতি ম্যাচ দেওয়া হোক আমাদের। প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হোক, তা হলে আমরা সব কিছুর জন্যই রাজি আছি।'
গোলাপি বলের টেস্টে ঘরের মাঠে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার ব্রিসবেনে সফরকারীদের হারানোর পর ভারতকেও দিবা-রাত্রির টেস্ট খেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অজি অধিনায়ক টিম পেইন।
শুধু দিবা-রাত্রির টেস্টই নয়। অস্ট্রেলিয়া চায়, আগামী বছর ভারত যেন ব্রিসবেন থেকে সফর শুরু করে। সাংবাদিকদের পেইন বলেন, 'আমরা চাইব, ভারত যেন প্রথম টেস্টটা ব্রিসবেনে খেলে। তবে বিরাটের থেকে এই ব্যাপারে অনুমতি নিতে হবে। একটা গোলাপি বলের টেস্টও অস্ট্রেলিয়ার মাটিতে দেখা যেতে পারে।'