বাংলাদেশকে টেস্টে উন্নতির পথ দেখালেন হরভজন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে নিজেদের এগিয়ে রাখতে সহায়ক উইকেট ব্যবহার করে ক্রিকেট খেলুড়ে সব দল। বাংলাদেশকে এই প্রথা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং। এর ফলেই টেস্ট ক্রিকেটে উন্নতি করা সম্ভব বলে মনে করছেন তিনি।
বোলিং বিভাগে বাংলাদেশের শক্তির জায়গা স্পিন। ঘরের মাঠের সিরিজগুলোতে স্পিন সহায়ক উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও হারাতে পেরেছে বাংলাদেশ। কিন্তু বিপাকে পড়তে হচ্ছে বাইরের কন্ডিশনে খেলতে গিয়ে।

দেশের বাইরে প্রতিপক্ষের কাছে পাত্তাই পায় না বাংলাদেশ। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজই বড় উদাহরণ। তাই বাংলাদেশকে ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে খেলার পরামর্শ দিয়েছেন হরভজন।
ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলা এই অফ স্পিনার বলেন, 'আমার মনে হয়, তাদের (বাংলাদেশ) অনেক কাজ করতে হবে। ঘরের মাঠে তারা খুব ভালো দল। তারা স্পিন সহায়ক উইকেট বানিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এমন উইকেট বানিয়ে ওদের আপনি হারাতেই পারেন। কিন্তু সবমিলিয়ে ভালো দল হতে হবে। নিজেদের পরীক্ষার সামনে ফেলতে হবে, ভালো উইকেট বানাতে হবে।'
কয়েক বছর আগে ভারতও স্পিন সহায়ক উইকেট বানিয়ে ঘরের মাঠে দাপট দেখত। কিন্তু বাইরে স্পোর্টিং উইকেটে খেলতে গেলে ভুগতে হতো তাদের। সেই ভারত এখন অনেক পরিণত। কারণ ঘরে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের সেভাবে প্রস্তুত করেছে তারা।
এখন বিশ্বের যে কোনো কন্ডিশনে প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলার সামর্থ্য রাখে ভারত। ঘরের মাঠে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই ব্যাটিং কিংবা বোলিং, সব বিভাগেই নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে তারা।