promotional_ad

পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও দুশ্চিন্তা কোহলির!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


৩৬০ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আছে ভারত। তবুও দুশ্চিন্তা আছে বিরাট কোহলির। দল ভালো খেলেছে, এটাও মানতে নারাজ ভারতের এই অধিনায়ক।


টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিনটি সিরিজ (সাতটি ম্যাচ) খেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুটি টেস্ট ছাড়া সবগুলোই ভারত খেলেছে নিজেদের মাটিতে (দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে)। জয় পেয়েছে সাতটি ম্যাচের সবক'টিতে।


তবুও ক্ষুধা মিটছে না কোহলির। এখন পর্যন্ত ঘরের বাইরে একটির বেশি সিরিজ না খেলায় নিজেদের সেরা দাবি করতে নারাজ ভারতের অধিনায়ক।



promotional_ad

কলকাতা টেস্ট শেষে কোহলি বলেন, 'আমরা এখন পর্যন্ত দারুণ খেলেছি, কিন্তু মাত্র দুটি টেস্ট ঘরের বাইরে খেলেছি। এখন পর্যন্ত তিনটি সিরিজে খেলেছি। চতুর্থ সিরিজ পর্যন্ত এটা যদি দুটি ঘরের মাটিতে এবং দুটি বাইরের মাটিতে হতো এবং আমরা তিনশ পয়েন্ট পেতাম, তাহলে আপনি বলতে পারতেন আমরা ভালো খেলছি।


আমরা আসলেই ভালো খেলছি। তবে এজন্য আমাদের কো??ও বিশেষণ দরকার নেই। এভাবে খেলে যদি আমরা ফাইনালেও যাই, তাহলে শিরোপা জিততে হলে ফাইনাল ম্যাচে আমাদের জিততে হবে। তারমানে হচ্ছে এতো পয়েন্টের কোনও দাম নেই যদি আপনি ভালো না খেলেন।'


টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলো যদি ঘরের মাটিতে একটি সিরিজ খেলার পর বিদেশের মাটিতে একটি সিরিজ খেলত, তাহলে লড়াই আরও জমজমাট হতো, মনে করছেন কোহলি। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করেছে পাকিস্তান।


প্রথম ম্যাচেই বাজেভাবে হেরে যায় দলটি। সেই উদাহরণ টেনে কোহলি বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান শুরু করেছে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে। তাই আমি বলব একটি দলকে বিচার করা অনেক কঠিন। 



টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো একটি ফরম্যাট আনা যেত। প্রথমে ঘরের মাঠে একটি সিরিজ, এরপর বিদেশের মাটিতে আরেকটি সিরিজ। এভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যেত।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball