promotional_ad

পাপনের অভিযোগ নিয়ে ‘চুপ’ মুমিনুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অধিনায়ক হিসেবে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে মুমিনুল হকের। ভারতের বিপক্ষে তাঁর দল হেরেছে ২-০ ব্যবধানে। ব্যাট হাতেও রান ক্ষরায় আছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অভিযোগ করেছেন, টিম মিটিংয়ে টসে জিতলে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত হয়েছিল।


টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দেখে বড় ধাক্কা খেয়েছেন বলেও জানান তিনি। বোর্ড সভাপতির এমন বক্তব্যের পর কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তিনি মনে করেন এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য সঠিক ব্যক্তি নন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, 'দেখুন, আমি তো সামনা সামনি ছিলাম না। আপনাদের যেহেতু বলেছেন, সেই হিসেবে আমার মন্তব্য করা ঠিক না। আমার মনে হয় না, এই বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি। আমার মনে হয় না, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারব।'


কলকাতা টেস্টে আড়াই দিনেই হেরেছে বাংলাদেশ। দিবা-রাত্রির এই টেস্টে তৃতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ৪৭ মিনিটের মধ্যে। এর ফলে ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। এমন হারের পরও টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন মুমিনুল


বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, 'টস জিতে আমরা যদি ফিল্ডিং করতাম … ওরা ঠিকই (বড় ইনিংস খেলত)। পরে আমাদের ওই একই চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হতে হতো। লাল বলের চেয়ে নতুন গোলাপি বলে কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। যখন শিশির পড়ে, বল ভেজে, তখন এর মুভমেন্ট অনেক কমে আসে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball