promotional_ad

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে এক ইনিংস এবং ৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছে আজহার আলীর পাকিস্তান। ইনিংস হার এড়ানোর জন্য চতুর্থ দিন ২৭৬ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। কিন্তু ৩ উইকেটে ৬৪ রান নিয়ে খেলা শুরু করা পাকিস্তান অস্ট্রেলিয়ার বোলিং তোপে মাত্র ৩৩৫ রানে অলআউট হয়। ফলে বৃথা গেছে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের লড়াই। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। 


বাবর ১৭৩ বলে ১০৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। অপরদিকে রিজওয়ানের ব্যাট থেকে আসে ৯৫ রানের আরেকটি ঝলমলে ইনিংস। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারেনি সফরকারীরা। অস্ট্রেলিয়ার পক্ষে আধিপত্য দেখিয়েছেন মূলত পেসাররাই।


৬৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন পেসার জস হ্যাজেলউড। ৭৩ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স নেন ২টি উইকেট। আর একটি মাত্র উইকেট নিতে পেরেছেন স্পিনার নাথান লায়ন।  


এর আগে নিজেদের প্রথম ইনিংসেও অস্ট্রেলিয়ার বোলারদের দাপটের মুখে পড়ে পাকিস্তান। টস জিতে ব্যাটিং করতে নেমে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৪০ রানে অলআউট হয় তারা। মাত্র ৫২ রানে ৪ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। 


promotional_ad

৬০ রানে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। আর ২টি উইকেট পান জস হ্যাজেলউড। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন আসাদ শফিক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক আজহার আলীর ব্যাট থেকে। 


এরপর নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানি বোলারদের রীতিমত শাসন করেন ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশেন। দুইজনেই খেলেন দেড়শ ঊর্ধ্ব ইনিংস। তাঁদের দুইজনের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৫৮০ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। 


ওয়ার্নার ১৫৪ এবং ল্যাবুশেন ১৮৫ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে প্রথম ইনিংসে ২০৫ রানে ৪ উইকেট নেন স্পিনার ইয়াসির শাহ। এছাড়া ২টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি এবং হারিস সোহেল। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নামার পর ৩ উইকেটে ৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান।  


সংক্ষিপ্ত স্কোরঃ


পাকিস্তান প্রথম ইনিংসঃ ৮৬.২ ওভারে ২৪০/১০ (আসাদ ৭৬, আজহার ৩৯; স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০)।


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ১৫৭.৪ ওভারে ৫৮০/১০ (ল্যাবুশেন ১৮৫, ওয়ার্নার ১৫৪; ইয়াসির শাহ্‌ ৪/২০৫, সোহেল ২/৭৫)।


পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ৮৪.২ ওভারে ৩৩৫/১০ (বাবর ১০৪, রিজওয়ান ৯৫; হ্যাজেলউড ৪/৬৩, স্টার্ক ৩/৭৩) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball