অভিজ্ঞতাই পিছিয়ে রাখছে আল আমিন-রাহিদের

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কলকাতায় নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টে অভিজ্ঞতার অভাবেই ধুঁকছে বাংলাদেশ। এমনটাই মনে করেন বাংলাদেশের পেসার আল আমিন হোসেন। তাঁর মতে অভিজ্ঞতাই দুই দলের মধ্যে ব্যবধান তৈরি করে দিয়েছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং উমেশ যাদব। দ্বিতীয় ইনিংসেও ছড়ি ঘোরাচ্ছেন ভারতের পেসাররা। বাংলাদেশের ৬ উইকেটের মধ্যে ইশান্ত ৪টি এবং উমেশ নিয়েছেন ২টি উইকেট।

ভারতের এই তিন পেসারই গড়ে ৬০-৭০টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। আল আমিন মনে করেন ভারতের পেসাররা জানেন কোথায় বল ফেললে উইকেট নেয়া যায়। কারণ তাঁরা অনেক অভিজ্ঞ। এবাদত হোসেন-আবু জায়েদ রাহিরা ৫-৬টি করে টেস্ট খেলেছেন। এখানেই পিছিয়ে বাংলাদেশ।
এ প্রসঙ্গে আল আমিন বলেছেন, 'দেখেন ওদের যে বোলিং আক্রমণ শামি ভাই বলেন, ইশান্ত বলেন, উমেশ বলেন ওরা জানে যে কোথায় হিট করলে উইকেট নেওয়া যায়। ওরা অনেক অভিজ্ঞ। ৬০-৭০ টা টেস্ট খেলে ফেলেছে। আমরা যারা আছি হয়ত ৫-৬টা টেস্ট খেলেছি। সেই হিসেবে ওরা এগিয়ে।'
আল আমিন মনে করেন টেস্ট ক্রিকেটে কিভাবে উইকেট নেয়া যায় সেটা আগে খুঁজে বের করতে হবে। এটাই বাংলাদেশের চেয়ে ভালো করে দেখিয়েছে ভারত। এই পেসারের মতে শিখতে শিখতেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২০ বছর কেটে গেছে। সামনেও তাঁরা ভুলগুলো থেকে শিক্ষা নেবেন।
আল আমিন বলেন, 'ক্রিকেট খেলায় আপনাকে খুঁজে বের করতে হবে কীভাবে উইকেট নেওয়া যায়। এই ব্যাপারটা ওরা আমাদের চেয়ে বেশি করতে পেরেছে। শেখার তো শেষ নেই। অনেকের তো ৩০-৪০ বছর লাগে। আমাদের হয়তো ২০ বছর লেগেছে। আরও শিখবে সামনে।'