জোড়া শূন্যে বাংলাদেশের দ্বিতীয় মুমিনুল
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে ভালো সময় কাটছে না মুমিনুল হকের। বার বার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি। এবার তাঁর এই ব্যর্থতা লজ্জার রেকর্ডে পরিণত হয়েছে। অধিনায়ক হিসেবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন মুমিনুল। জোড়া শূন্য রানে সাজঘরে ফেরা বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক তিনি। টেস্ট ইতিহাসে জোড়া শূন্য রানে আউট হওয়া ২৪তম অধিনায়ক মুমিনুল।

অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই এই লজ্জার রেকর্ডটি গড়েন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যান। কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ৭ বল খেলে ০ রানে উমেশ যাদবের বলে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইশান্ত শর্মার শিকার হন মুমিনুল। এই ইনিংসে ৬ বল খেলে ০ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া শূন্য রানে আউট হওয়া প্রথম বাংলাদেশি ছিলেন হাবিবুল বাশার। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে এই লজ্জার রেকর্ডে নাম লেখান তিনি।
সেই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ২ বলে শূন্য রানে আউট হন বাশার। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।
টেস্ট ইতিহাসে প্রথম জোড়া শূন্য রানে আউট হওয়া অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার জো ডার্লিং। ইংল্যান্ডের বিপক্ষে ১৯০২ সালে এই রেকর্ড গড়েন তিনি। লজ্জার এই রেকর্ডে নাম রয়েছে অস্ট্রেলিয়ার অ্যালেন বর্ডার, ইংল্যান্ডের ইয়ান বোথাম, নাসির হুসাইনদের মতো কিংবদন্তিদের।