promotional_ad

নির্ভার থাকলে ফাইনালে ভালো ফলাফল পাওয়া সম্ভবঃ শান্ত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 || ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ফিল্ডিংয়ে ক্যাচ মিস, অপরকল্পিত বোলিং এবং ব্যাটসম্যানরা জুটি গড়তে না পারার কারণে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে রানার্স আপ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনটাই জানিয়েছেন। তার মতে, ফাইনালে নির্ভার ক্রিকেট খেলতে পারেনি দলের কেউই। 


দলীয় ব্যর্থতায় ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ৩০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২২৪ রানেই অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। যে কারণে শিরোপা জয়ের স্বপ্ন অধরা রেখেই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।


বড় লক্ষ্যে উইকেট ধরে রেখে খেলতে চেয়েছিল শান্তবাহিনী। উইকেট ব্যাটসম্যানদের পক্ষে কথা বললেও সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। শান্তর বিশ্বাস, বড় কোন জুটি গড়তে পারলে এই ম্যাচে জেতা সম্ভব ছিল বাংলাদেশের। 



promotional_ad

শান্ত বলেন, `বড় ম্যাচে আমরা যেমন পরিকল্পনা করি সে অনুযায়ী খেলতে পারি তাহলে জেতা সম্ভব। আমাদের আরেকটু নির্ভার থাকা উচিত ছিল। ফিল্ডিংয়ে কিছু ভুল হয়েছে আমাদের। বোলিংয়ে কয়েক ওভার পরিকল্পনা মোতাবেক করতে পারেনি। ব্যাটসম্যানদের থেকে বড় জুটি পাইনি।`


`আমার কাছে মনে হয় যদি আরেকটু নির্ভার থাকতে পারি। তাহলে ফাইনালে ভালো ফলাফল পাওয়া সম্ভব। যদি শুরুটা ভালো হতো তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য সহজ হত। উইকেট যেমন ছিল যদি একটা বড় জুটি হত তাহলে ম্যাচ জেতা সম্ভব ছিল। আমাদের পরিকল্পনা ছিল উইকেট হাতে রাখার। যেহেতু উইকেট ভালো ছিল যদি একশ  রানও লাগতো তাহলে সম্ভব ছিল। পরিকল্পনা ছিল উইকেট হাতে রেখে সামনে আগানোর। ওইটা হয়নি দেখেই নেতিবাচক ফলাফল এসেছে।` শান্ত আরও যোগ করেন।    


ফাইনালে পাকিস্তানের পক্ষে সেঞ্চুরি হাঁকান ব্যাটসম্যান রোহেল নাজির। যদিও ব্যক্তিতগত ২৪ রানে তাঁকে জীবন দেন ইয়াসির আলি রাব্বি। এছাড়া আরও ২টি ক্যাচ ছাড়েন এই ফিল্ডার। ফিল্ডিংয়ের এই ভুলগুলো না হলে দলের জন্য ভালো হতো বলে মনে করছেন শান্ত।


ব্যাটিং করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকার শুরুটা ভালো করলেও উইকেট ছুঁড়ে দেন। এরপরের ব্যাটসম্যানরাও শুরু পেয়ে সেটাকে ধরে রাখতে পারেননি। শান্তর মতে, ব্যাটসম্যানদের আরেকটু বুঝে শুনে খেলা উচিত ছিল।



শান্ত আরও বলেন, `আমার কাছে মনে হয় হতাশা বা ব্যর্থতা কোন কিছুই না। এরকম বড় ম্যাচে আরেকটু বুঝে শুনে খেলা উচিত ছিল। উইকেট যেমন ছিল রানটা তারা করা যেত। আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি ওইগুলো না করলে আরেকটু ভালো হত।`


ইমার্জিং এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেছে বাংলাদেশের। শনিবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩০২ রানের লক্ষ্যে মাত্র ২২৪ রানে আল আউট হয় ইমার্জিং দল।


গেল দুই আসরে সেমিফাইনাল থেকে বাড়ি ফিরেছে বাংলাদেশ। চতুর্থ আসরে বৃহস্পতিবার আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে শান্তবাহিনী। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় রানার্স আপের শিরোপা নিয়ে ঘরে ফিরতে হল বাংলাদেশকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball