promotional_ad

ল্যাবুশেনের অভিষেক সেঞ্চুরি, স্টার্কের তোপের মুখে পাকিস্তান

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানি বোলারদের আগের দিন শাসন করেছেন ডেভিড ওয়ার্নার, পরের দিন মার্নাস ল্যাবুশেন। দুইজনেই খেলেছেন দেড়শ ঊর্ধ্ব ইনিংস। তাঁদের দুইজনের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গ??েছে অস্ট্রেলিয়া। শেষে মিচেল স্টার্কের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। ৬৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছেন আজহার আলীর দল। ২৭৬ রানে পিছিয়ে আছে তারা।


ব্রিসবেনে ৯ উইকেট এবং ৭২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৫১ রানের অপরাজিত থাকা বাঁহাতি ওপেনার ওয়ার্নার দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান নাসিম শাহ্‌র বলে। ২৯৬ বলে ১০ চারে ১৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। 


এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখাতে থাকেন ৫৫ রান নিয়ে দিন শুরু করা ল্যাবুশান। তিনে নামা ডানহাতি এই ব্যাটসম্যান ১৬১ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অভিজ্ঞ স্টিভেন স্মিথ দ্রুত সাজঘরে ফিরলেও ল্যাবুশেনকে সঙ্গ দেন ম্যাথু ওয়েড। ৬০ রানের ইনিংস খেলেন তিনি।



promotional_ad

দুইজনে জুটি গড়েন ১১০ রানের। ওয়েড আউট হলে বেশিক্ষণ টিকতে পারেননি ট্রাভিস হেডও। এরপরই ব্যাটিং ধস নামে অজি শিবিরে। ল্যাবুশেন ২৭৯ বলে ২০ চারে ১৮৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আউট হন।


শেষ পর্যন্ত ৫৮০ রানে শেষ হয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। ৩৪০ রানের লিড পায় টিম পেইনের দল। পাকিস্তানের হয়ে ২০৫ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগ স্পিনার ইয়াসির শাহ্‌। টেস্টে সবচেয়ে বেশি ৩ বার এক ইনিংসে দুইশ ঊর্ধ্ব রান দেয়া বোলারের লজ্জার রেকর্ড গড়েন তিনি।


অস্ট্রেলিয়ার রানের পাহাড় পাড়ি দিতে দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু অজি পেসার মিচেল স্টার্কের বোলিং তোপে পড়ে দলটির টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ২৫ রানেই ওপেনার আজহার আলী এবং তিনে নামা ব্যাটসম্যান হারিস সোহেলকে ফেরান স্টার্ক।


তৃতীয় উইকেটটি তুলে নেন আরেক অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরি করা ব্যাটসম্যান আসাদ শফিককে ০ রানে ফেরান তিনি। পাকিস্তানের ওপেনার শান মাসুদ একপ্রান্ত আগলে ধরে রেখেছেন।



২৬ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছে বাবর আজম। তিনি ২০ রান নিয়ে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছেন।


সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান প্রথম ইনিংসঃ ৮৬.২ ওভারে ২৪০/১০ (আসাদ ৭৬, আজহার ৩৯; স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ১৫৭.৪ ওভারে ৫৮০/১০ (ল্যাবুশেন ১৮৫, ওয়ার্নার ১৫৪; ইয়াসির শাহ্‌ ৪/২০৫, সোহেল ২/৭৫)।


পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ১৭ ওভারে ৬৪/৩ (মাসুদ ২৭*, বাবর ২০*; স্টার্ক ২/২৫, কামিন্স ১/১৬)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball