সাজঘরে সৌম্য-নাঈম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং কাপের ফাইনালে বাংলাদেশকে ৩০২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে রোহেল নাজিরের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০১ রানের পুঁজি পায় পাকিস্তান। জয়ের লক্ষ্যে এখন ব্যাটিং করছে বাংলাদেশ।
সাজঘরে নাঈম সৌম্যঃ ৩০২ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলছিলেন দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকার। কিন্তু ৭ বলে ১৫ রান করার পর দলীয় ২৩ রানে স্লিপে ক্যাচ দিয়ে বসেন সৌম্য।
সঙ্গী হারালেও নাঈম শেখ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন। কিন্তু মোহাম্মদ হাসনাইনকে পুল করতে গিয়ে ১৬ রানে ইমরান রফিকের হাতে ক্যাচ তুলে দেন নাঈম।

সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ৩০১/৬ (৫০ ওভার)
(নাজির ১১৩) (সুমন খান ৩/৭৫)
বাংলাদেশঃ ৫০/২ (৮ ওভার)
(শান্ত ১২*, রাব্বি ৬*)