রোহিতের ক্যাচ ছাড়লেন আল আমিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ভারত। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। কিন্তু প্রথম দিন ভারতীয় বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
উমেশ যাদব-ইশান্ত শর্মাদের তোপে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে মমিনুলবাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান এসেছে ওপেনার সাদমান ইসলাম অনিকের ব্যাট থেকে। এছাড়া লিটন দাস করেছেন ২৪ রান। ভারতের হয়ে ইশান্ত একাই নেন ৫ উইকেট। এছাড়া উমেশ ৩টি এবং মোহাম্মদ শামির শিকার ৩ উইকেট। জবাবে প্রথম ইনিংসে এখন ব্যাটিং করছে ভারত।
রোহিতের ক্যাচ ছাড়লেন আল আমিনঃ

ভারতের ইনিংসের ১২তম ও???ারে রোহিত শর্মার ক্যাচ ছেড়েছেন আল আমিন হোসেন। আবু জায়েদ রাহির বলে ক্যাচ তুলে দেন রোহিত। সেটা লুফে নিতে ব্যর্থ হয়েছেন আল আমিন।
মায়াঙ্কের বিদায়ঃ
ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বিপক্ষে চড়াও হয়ে খেলছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। দুজন মিলে প্রথম চার ওভার দাপটের সঙ্গেই ব্যাটিং করেছেন। কিন্তু পঞ্চম ওভারে আল আমিন হোসেনের বলে মেহেদি হাসান মিরাজের হাতে তালুবন্দি হন মায়াঙ্ক। ১৪ রান করে ফেরেন এই ওপেনার।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১০৬/১০ (৩০.৩ ওভার)
(সাদমান ইসলাম ২৯*, লিটন ২৪ রিটায়ার্ড হার্ট; ইশান্ত ৫/২২)
ভারত প্রথম ইনিংসঃ ৩৫/১ (১২ ওভার)
(রোহিত ১৩*, পূজারা ৭*)