গোলাপি বলে ক্যাচ লুফে নেয়া কঠিনঃ কোহলি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গোলাপি বলে ক্যাচ লুফে নেয়া কঠিন হবে বলে মনে করছেন বিরাট কোহলি। ভারত-বাংলাদেশের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট শুরুর আগের দিন মিডিয়াকে এমনটা জানিয়েছেন ভারতের অধিনায়ক।
স্লিপ পজিশনে ক্যাচ ধরতে ফিল্ডারের কষ্ট হবে উল্লেখ করে কোহলি বলেন, 'ফিল্ডিং অনুশীলনে আমি অবাক হয়েছি। স্লিপে বল খুব জোরে হাতে এসে লাগে। তখন মনে হয় হকি বল বা ছোটোবেলায় আমরা যেসব বলে খেলেছি ওগুলো হাতে এসে লাগে। বলে অতিরিক্ত গ্লেজের কারণে সেটা অনেক জোরে হাতে এসে লাগে।'

শুধু তাই নয়। বল যখন অনেক উপরে উঠে তখনও ক্যাচ ধরা কঠিন হবে বলে মন্তব্য করেছেন কোহলি। এ ছাড়া গোলাপি বল তুলনামূলক ভারি হওয়ায় ফিল্ডারদেরও সমস্যা হবে, মতামত তাঁর।
কোহলি বলেন, 'গোলাপি বলের ওজন অন্য বলের মতোই। বল ভারি মনে হচ্ছে অন্য কারণে। এই বল যখন উইকেটরক্ষকের কাছে নিক্ষেপ করা হয় তখনও একটু জোরে ফিল্ডারদের বল পাঠাতে হয়। এ ছাড়া বল যখন উপরে ওঠে, তা কখন নামবে সেটা বোঝাও মুশকিল। বল অনেক উপরে উঠলে ফিল্ডারদের ক্যাচ ধরতে সমস্যা হতে পারে।
লাল বা সাদা বলে আপনি বুঝতে পারবেন কখন বল নিচে নামবে। কিন্তু গোলাপি বলে আপনি শুধু বলের দিকে নজর রাখলেই হবে না, বরঞ্চ আপনাকে হাতের দিকেও নজর রাখতে হবে। নয়তো ক্যাচ ফসকে যেতে পারে। সবমিলিয়ে আমি ফিল্ডিং অনুশীলনে বেশ অবাক হয়েছি।'
ব্যাটিং বা বোলিং নয়, কলকাতা টেস্টে বৈচিত্র্য ছড়াবে ফিল্ডিং- নেট অনুশীলনের পর এমনটাই মনে হয়েছে ভারতের অধিনায়কের কাছে। 'আমার মনে হয় ফিল্ডিং দেখে মানুষ খুব অবাক হবে। বলের সঙ্গে ফিল্ডিংয়ের কীভাবে পরিবর্তন হয়, এটা তাদের ভাবিয়ে তুলবে।', বলেছেন কোহলি।