promotional_ad

ভারতীয়দের ওপর বেজায় চটেছেন ভেটরি

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। গোলাপি বলের ম্যাচটি নিয়ে বেশ রোমাঞ্চিত দুই দল। ফ্লাড লাইটের আলোর নিচে গোলাপি বলের আচরণ বুঝতে অনুশীলন করেছেন তারা। যদিও অনুশীলন করতে গিয়ে ভারতীয়দের ওপর বেশ ক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং ড্যানিয়েল ভেটরি।


তিন দিনেই শেষ ভারত-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। আগামী ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই দলেরই কলকাতার বিমান ১৯ নভেম্বর। যে কারণে ইন্দোরেই বাকি দিনগুলো কাটাচ্ছে হচ্ছে দুই দলকে।



promotional_ad

বাড়তি এই সময়ে গোলাপি বলের অনুশীলনে মনোযোগ দিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটার। ১৭ তারিখ অনুশীলনের প্রথম দিন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে পৌঁছে অনুশীলন শুরু আগে চটে যান নিউজিল্যান্ডের সাবেক তারকা স্পিনার ভেটরি।


বাংলাদেশের অনুশীলনের জন্য প্রথম ম্যাচের পিচ চান তিনি। কিন্তু সেই পিচ না পাওয়ায় স্থানীয় এক কর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাঁহাতি এই স্পিনার। এমনকি সেই কর্তাকে আইসিসির নিয়মও মনে করিয়ে দেন কিউই সাবেক এই ক্রিকেটার।


যদিও স্থানীয় কর্তা ভেটরিকে জানিয়ে দেন, ম্যাচ শেষ। যে কারণে আইসিসির নিয়ম নাকি এখন আর কার্যকর নয়। তাঁরাই সিদ্ধান্ত নেবেন। তবে আরেক কর্তা বলেছেন ভিন্ন কথা, 'তৃতীয় দিন ম্যাচ শেষেই ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলে গিয়েছেন তাঁরা ওই পিচে অনুশীলন করবেন। যদি মেরামতের দরকার হয়, সেটা করে রাখতে। বাংলাদেশ আগে জানালে ভেবে দেখা যেত।'



সেন্ট্রাল পিচ না পেয়ে অনুশীলনের জন্য পাশে পিচ পেয়েছে বাংলাদেশ। এতে ভেটরি ক্ষুব্ধ হলেও বিষয়টি খুব একটা গায়ে জড়াননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্তা। তিনি জানিয়েছেন, অন্য পিচে অনুশীলন করতে সমস্যা নেই বাংলাদেশের। বরং অনুশীলনের সুযোগ পাওয়া গেছে এটাই যথেষ্ট তাঁদের জন্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball