বাংলাদেশ অনেক বেশি পিছিয়েঃ মুমিনুল

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসেই পিছিয়ে গেছে বাংলাদেশ দল। ভারতের মাটিতে বিরাট কোহলির দলের বিপক্ষে এই অবস্থা থেকে ম্যাচে ফিরে আসা খুব বেশি কঠিন বাংলাদেশের জন্য, মনে করছেন সফরকারী দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ভারতীয় বোলিং তোপে প্রথম ইনিংসে ১৫০ রানেই গুঁটিয়ে গেছে বাংলাদেশ। দলের হয়ে একজন ব্যাটসম্যানও ছুঁতে পারেননি হাফ সেঞ্চুরির ঘর। নতুন উইকেটে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের আগুনে বোলিংয়ে দিশেহারা ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

দিনের তৃতীয় সেশনের শুরুতেই প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে বাংলাদেশের। বোলিংয়ে এসে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। ২৬ ওভার ব্যাটিং করা ভারতের মাত্র এক উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন অবিশ্বাস্য কিছু করতে হবে আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, তাইজুল ইসলামদের। এ ছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে ফিরে আসা অনেকটাই অসম্ভব বাংলাদেশের জন্য।
বৃহস্পতিবার প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'বাস্তবিক অর্থে আমরা অনেক বেশি পিছিয়ে। প্রথম ইনিংসে ১৪০-১৫০ রান করার পর ম্যাচে ফিরে আসা খুব কঠিন। এখানে আপনি যত ইতিবাচক চিন্তাই করেন না কেন এটা খুবই কঠিন। এরই মধ্যে দিন শেষে ওরা ১ উইকেটে ৯০ রানের (৮৬ রান) মতো করে ফেলেছে। ভবিষ্যৎ দেখলে আমরা অনেক পিছিয়ে আছি।'
মাত্র ৬ রানে ভারতীয় ওপেনার সাজঘরে ফিরে গেলেও দলের হাল ধরে রেখেছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং তিনে নামা চেতেশ্বর পুজারা। তাঁদের দুইজনের ৭২ রানের জুটিতে ৮৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিক দল।