promotional_ad

১০ বছর পর টেস্ট ফিরছে পাকিস্তানে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


 ১০ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ডিসেম্বরে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ১১ এবং ১৯ ডিসেম্বর রাওয়ালপিন্ডি এবং করাচিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।


গত অক্টোবরে অনুষ্ঠিত পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজের সঙ্গে টেস্ট সিরিজটি হওয়ার কথা ছিল। পুরো সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সীমিত ওভারের সিরিজটি পাকিস্তানে অনুষ্ঠিত হয়। এর ফলে বেশ কয়েকজন অভিজ্ঞ শ্রীলঙ্কান ক্রিকেটার পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নেয়। যে কারণে টেস্ট সিরিজটি সে সময় স্থগিত থাকে। 



promotional_ad

সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই এবার পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা।


দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, 'পাকিস্তানে পুনরায় সফর নিশ্চিত করে আমরা সন্তুষ্ট। আগের সফরে আমরা সেখানে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। সেখানকার কন্ডিশন টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত মনে হয়েছে।'


'আমরা বিশ্বাস করি সব ক্রিকেট খেলুড়ে দেশের ঘরের মাঠে সিরিজ আয়োজন করা উচিত। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় ফেরাতে ভূমিকা রাখতে পেরে আমরা সন্তুষ্ট। যা কেবল গর্বিত ইতিহাসই রাখেনি, ক্রিকেট জাতি হিসাবে পাকিস্তানও আমাদের অন্যতম বড় সমর্থক ছিল।' যোগ করেন তিনি।



পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। কিন্তু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঠিকই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball